করডাইটের গন্ধভরা শহরে ফুল কিনতে এসে
দেখি -- গোলাপচাষীরা বুনছে বীজ ; বারুদের।
কি ভেবে যে
আজ আবার দীর্ঘদিন পরে রংগীন পর্দার মুখোমুখি ;
গালগল্পের ফেনা ওঠা তুবড়ীতে বিবমিষা লেগে গেল।
শীতাতপের ভেতরেও ভয়াবহ ঘাম ঝরাচ্ছে ; একদল নপুংসক।
একপক্ষ তেরিয়া
অন্যপক্ষ মারমুখী
খুলে নিচ্ছে একে অন্যের পরিধেয় ; কোটপাতলুন।
আমি
আমজনতার পিঁপড়াসদৃশ একটি অংশমাত্র
কিছুতেই খুঁজে পাচ্ছিনা
আমার গুড় অথবা চিনির সামান্য ভাগ।
ডেঁয়ো পিঁপড়ে নই ; মৃতলাশের মাংস খুবলে খাইনা।
নিতান্ত গৃহজকীট ; এক কণা খাদ্যের জন্য ঘুরে ঘুরে ফিরি।
লাশের উৎসবে মাতে শকুনেরা ।
দেখছি----
পরিযায়ী পাখীর মতো আমাদের স্বপ্নগুলোর উড়ে উড়ে ফিরে যাওয়া ;
হিমশীতল সাইবেরিয়ার পথে।
হতাশার তীরে এফোঁড় ওফোঁড় হৃৎপিন্ড।
বাগাড়ম্বরে পালটে যাচ্ছে সময়ের নির্ভুল মাণচিত্র
তীব্র থেকে তীব্রতর হয় বমনেচ্ছা।
দেখি -- গোলাপচাষীরা বুনছে বীজ ; বারুদের।
কি ভেবে যে
আজ আবার দীর্ঘদিন পরে রংগীন পর্দার মুখোমুখি ;
গালগল্পের ফেনা ওঠা তুবড়ীতে বিবমিষা লেগে গেল।
শীতাতপের ভেতরেও ভয়াবহ ঘাম ঝরাচ্ছে ; একদল নপুংসক।
একপক্ষ তেরিয়া
অন্যপক্ষ মারমুখী
খুলে নিচ্ছে একে অন্যের পরিধেয় ; কোটপাতলুন।
আমি
আমজনতার পিঁপড়াসদৃশ একটি অংশমাত্র
কিছুতেই খুঁজে পাচ্ছিনা
আমার গুড় অথবা চিনির সামান্য ভাগ।
ডেঁয়ো পিঁপড়ে নই ; মৃতলাশের মাংস খুবলে খাইনা।
নিতান্ত গৃহজকীট ; এক কণা খাদ্যের জন্য ঘুরে ঘুরে ফিরি।
লাশের উৎসবে মাতে শকুনেরা ।
দেখছি----
পরিযায়ী পাখীর মতো আমাদের স্বপ্নগুলোর উড়ে উড়ে ফিরে যাওয়া ;
হিমশীতল সাইবেরিয়ার পথে।
হতাশার তীরে এফোঁড় ওফোঁড় হৃৎপিন্ড।
বাগাড়ম্বরে পালটে যাচ্ছে সময়ের নির্ভুল মাণচিত্র
তীব্র থেকে তীব্রতর হয় বমনেচ্ছা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন