মমিঘরে রাখছি তুলে নরম পাপড়িগুলো।
কিছুতেই মাতাল হবোনা আজ আর-----
ভাবতেই--দুই পা টলোমলো ;ভুল হলো নাচের মুদ্রায়।
যে সব তীক্ষফলা শূন্যে ঝুলে থাকে ; শূন্যেই মানানসই,
ঝলসানো রোদে শুধু রংধনুর বিভ্রম তৈরি করে ; লক্ষ্যভেদী নয়।
ট্রাপিজের খেলা দেখি ধুন্ধুমার সার্কাসঘরে
দড়ির এমাথা ওমাথা ঘুরে ঘুরে
সেই শুরুতেই ফিরে আসা-----' খেল খতম, পয়সা হজম' ।
হিমঘরে তৈরি আছে ঠান্ডা কফিন
চকমকি পাথর
এবং
ধারালো তলোয়ার।
শীতলনিদ্রায় যাবার আগে জেনে নিতে হবে
তীরগুলো কি শুধু পাখির বুকের মাপেই তৈরি হয়।
_____________________________________________________________
কিছুতেই মাতাল হবোনা আজ আর-----
ভাবতেই--দুই পা টলোমলো ;ভুল হলো নাচের মুদ্রায়।
যে সব তীক্ষফলা শূন্যে ঝুলে থাকে ; শূন্যেই মানানসই,
ঝলসানো রোদে শুধু রংধনুর বিভ্রম তৈরি করে ; লক্ষ্যভেদী নয়।
ট্রাপিজের খেলা দেখি ধুন্ধুমার সার্কাসঘরে
দড়ির এমাথা ওমাথা ঘুরে ঘুরে
সেই শুরুতেই ফিরে আসা-----' খেল খতম, পয়সা হজম' ।
হিমঘরে তৈরি আছে ঠান্ডা কফিন
চকমকি পাথর
এবং
ধারালো তলোয়ার।
শীতলনিদ্রায় যাবার আগে জেনে নিতে হবে
তীরগুলো কি শুধু পাখির বুকের মাপেই তৈরি হয়।
_____________________________________________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন