সোমবার, ৫ মে, ২০১৪

প্ল্যানেটোরিয়াম আকাশ

রুক্ষতার প্রবল থাবার ভেতরে চলে যেতে যেতে
শেষবারের মতো দেখে নিচ্ছি সবুজ গাছের পাতাগুলো ;
বাদামের খোলার মতো বিবর্ণ,রুক্ষসুক্ষ
কঠিন হচ্ছে ক্রমশঃ।

কালের সাক্ষিগোপাল--------------------
দেখে যাচ্ছি-- কিভাবে মানুষ জুড়ে দিচ্ছে ঘরের উপরে ঘর
প্লাস্টিক লেগোর মতো।ঢেকে দিচ্ছে অন্তঃরীক্ষ ;
যন্ত্রযান আর কারখানার কালোধোঁয়া।

এভাবেই হারিয়ে যাবে সবুজআকাশ ।
আর আমরা
সবুজস্মৃতি উদ্ধারে প্রজেক্টরে দেখবো সবুজ ধানক্ষেত ;
সেলুলয়েডের ফিতাবন্ধী ত্রিডাইমেনশন ছবি।

বিশুদ্ধ  আকাশ দেখাব্যাকুলতায় 
প্ল্যানেটোরিয়ামের হেলানো চেয়ারে বসে দেখবো
রাতের তারকামন্ডল।

দেখা হবেনা
শারদীয়া মেঘরঙ্গলীলার রঙ্গীন আনাগোনা।

শুধুমাত্র-----
আমাদের স্মৃতিমেদুরতায় ভেসে আসবে
দখিনার সাথে বৃষ্টিভেজা কামিনীর ঘ্রাণ ;
ভেজামাটির সোঁদাগন্ধ।






----------------------------------------------------------------------














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন