শনিবার, ১০ মে, ২০১৪

নষ্টঘড়ির কাঁটা

নীল ক্যানভাসে আঁকা চেনাআধোচেনা ছবিগুলো ক্রমশঃ ঝাপসা হয়ে আসে ।


আচমকা আনন্দশিহরণে কেটেছে সারাটা বিকেল।
এমন ভাবছি ;
সহসাখুশীর এই ফুলঝুরি ফেরি করি গলি গলি ঘুরে
 গোধুলির রংমাখা এক খন্ড মেঘ পকেটে পুরে ঘুরে আসি সারাটা শহর


কোথায় সেই ক্ষণপূর্বে গড়া দৃশ্যকল্প !
কোথায় অস্তরাগ!
দাউ দাউ আগুনে পুড়ছে আকাশ। তীব্রবাষ্পতাপে শহরের গলি।

অকস্মাৎ প্রচন্ড হল্লা ওঠে--------------
 খোঁয়াড়ের বেড়া ভেঙ্গে বের হয়ে গেছে বরাহের পাল।
উদগ্রচিৎকারের নগ্নতায় থেমে গেছে প্রজাপতির পত্‌পত্‌ ডানার বাদ্য ;
মগ্নবিভোর পরাগের  ছন্দে ছন্দে বেজে ওঠা।

সময়ের গোলকধাঁধায় দিগ্‌ভ্রান্ত নাবিকেরা হারিয়ে ফেলেছে কম্পাস;
মাঝসমুদ্রের ঢেউয়ে।
লাইটহাঊস ভ্রমে মরীচিকার পথে ছুটছে জাহাজ।

বিভ্রান্ত-----
বড়ো বিভ্রান্ত সময়।


নষ্টঘড়ির কাঁটা ক্রুশবিদ্ধ যিশুর মতো উলম্বস্থির হয়ে আছে।




----------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন