সোমবার, ১২ মে, ২০১৪

স্বপ্নলেখার খাতা

মেঘাচ্ছন্নআঁধার থেকে একটা ঝলমলে দিনের স্বপ্নই তবে উঠে আসুক।


স্বপ্নলেখার জন্য আমার চাই গোলাপীসুগন্ধী মাখা খাতা।যেখানে সেখানে স্বপ্ন লিখতে নেই।
সোনার পালঙ্ক চাই।
সোনারূপার জিয়নমরণকাঠি।
ময়ুরপুচ্ছের কলম।
এইসব প্রাসংগিক আয়োজন শেষ হলে ---একটা স্বপ্নপুরান লিখবো
প্যাপিরাসে পাওয়া হাজার বছরের কিচ্ছাউপাখ্যান।


দৈত্যগুলো সব পাথরখোঁদাই।
মাঝরাতে জীবন্ত হয়---হাতীশালে হাতী আর অশ্বশালার ঘোড়া ধরে ধরে খায়।
ডাইনীরা থাকে রূপবতী রানীর ছদ্মপোশাকে।আসল রানীরা ঊড়ে যায় পাখি হয়ে ;
বনেজঙ্গলে।

রাজাগুলো সব যুগে খুব অর্থগৃধ্নু ।কবরেও নিয়ে যায় হীরেজহরৎ ;
এসব লিখা আছে শিলালিপি ও তাম্রফলকে।

স্বপ্নখাতায় থাকবেনা কোন চেঙ্গিস--তৈমুর

বরং বিজনগহন অরণ্য থেকে  রানীকেই উদ্ধার করে আনি।
আলো ঝলমল সিংহাসনে  রানীর অভিষেক।




__________________________________________________________________










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন