মঙ্গলবার, ২০ মে, ২০১৪

ফেরাটা সহজ নয়

 অপেক্ষায় ছিল তিনরঙ্গা  তিনটি বিস্ময় এবং উলটে যাওয়া একটি চেসবোর্ড।



অবজ্ঞার ঢেউয়ের ভেতর ডুবসাঁতার কাটছিল যে মাছ ,
সেওতো পেরিয়ে গেল অর্ধেক নদী।
সন্তরণপটু মাছেরাও ধরা পড়ে নিকিরির সুনিপুন জালে।
ট্রলারটা এগিয়ে আসছে  মাঝনদীর দিকে..............................................

একটা ছেঁড়াখোঁড়া বারোয়ারিমেঘ উড়ে এসে জলে ছায়া ফেলে, প্রতিচ্ছায়া খুঁজে ;
আকাশেরও কম নয় আয়নাবিলাস।

বাড়ীটা ভীষণ ডাকে ;
টিনের চাল বেয়ে নেমে আসা ঝুরোঝুরো ঝুলে থাকা শ্বেতকরবীর ঝাড়।
বাড়ী----ভাবলেই
কলকলস্বরে বয়ে যায় স্রোতস্বিনীকুশিয়ারা, সুরমাসুন্দরী।
বাতাসের তরঙ্গে কাঁপে সবুজ ধানের ক্ষেত।

ফেরাতো সহজ নয় ;
একবার মাণচিত্র ভুলে গেলে।
কতবার ভাবি-----
পথের দু'পাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে আসা নুড়িগুলো আবার
কুড়াতে কুড়াতে একদিন ঠিকই ফিরে যাবো। হয়না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন