কোথাও একটুখানি বাধে ;
কাঁচের মৎসঘরে মাছপোষানিষ্ঠুরতা এখনো শিখিনি।
এ্যাকুরিয়ামে-----------
জলের সমতলে ভাসছে মৃতমৎস । মরাচোখ জ্বলজ্বল করে ;
ফ্লুরোসেন্ট আলোর মাহাত্ব্য ।
কেন যে মানুষের এত প্রবল দখলদারিত্বলোভ ;
অর্থবিত্ত
নামযশ
ঘর ভর্তি সৌখিন আসবাব
এ্যান্টিক ডেকোরেশন পিস্ ।
আরো চাই। আরো আরো বেশী
খাঁচাবন্ধী পাখী ।
কচ্ছপ।
খরগোশ।
জলে সাঁতরানো মীন চায় ডাঙ্গার ঘরে।
এ্যাকুরিয়ামে প্রতিবেশী ;
মরামাছ
জ্যান্ত মানুষ।
-------------------------------------------------------------
কাঁচের মৎসঘরে মাছপোষানিষ্ঠুরতা এখনো শিখিনি।
এ্যাকুরিয়ামে-----------
জলের সমতলে ভাসছে মৃতমৎস । মরাচোখ জ্বলজ্বল করে ;
ফ্লুরোসেন্ট আলোর মাহাত্ব্য ।
কেন যে মানুষের এত প্রবল দখলদারিত্বলোভ ;
অর্থবিত্ত
নামযশ
ঘর ভর্তি সৌখিন আসবাব
এ্যান্টিক ডেকোরেশন পিস্ ।
আরো চাই। আরো আরো বেশী
খাঁচাবন্ধী পাখী ।
কচ্ছপ।
খরগোশ।
জলে সাঁতরানো মীন চায় ডাঙ্গার ঘরে।
এ্যাকুরিয়ামে প্রতিবেশী ;
মরামাছ
জ্যান্ত মানুষ।
-------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন