অপার মুগ্ধতায় -
একটি পুতুলের নির্মান দেখে যাই
শিল্পের অপূর্ব সুষমাময়
নৃত্যরত দশটি আঙ্গুলের যুথবদ্ব- সঞ্চালন
অপরূপ এই কর্মকুশলতাটুকু ভাল লাগে ।
আরো বেশী ভাল লাগে-
সদ্য নির্মিত এই মুর্তিটা কর্কশ আঙ্গুলে
তছনছ এলোমেলো করে দিয়ে
নৃত্যপটু দু’হাতের সব ছন্দ ভেঙ্গে দিতে।
কার এমন দুঃসাহস
তাকেই নতুন করে গড়ে
যে নিজেকেই পৌনঃপুনিক নির্মান করে
প্রতিদিন ।
"অপার মুগ্ধতায়--
উত্তরমুছুনএকটি পুতুলের নির্মাণ দেখে যাই
শিল্পের অপূর্ব সুষমাময়
নৃত্যরত দশটি আঙুলের যূথবদ্ধ-সঞ্চালন
অপরূপ এই কর্মকুশলতাটুকু ভালো লাগে।"
sundar