বিধ্বংসী প্রলয় ভাঙ্গে বাবুইয়ের বাসা
তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন-কুঞ্জ;
-------আর্তনাদের হা হা রবগুলো
কুড়োতে কুড়োতে-----কতদূর চলে গেছি !
থামাতে পারেনি কোন পিছু ডাক
এক অগম্য গন্তব্যের দিকে
------এ আমার অগস্ত্য যাত্রা তবে?
বিহঙ্গম নীড়ে ফেরে সায়াহ্ন-বেলায়
অনিকেত বিহগ খুঁজে সবুজ ঠিকানা।
কি করে বুঝবে তুমি পাখীদের ভাষা
চঞ্চুতে প্রেম আর বক্ষময় স্বপ্নের কোলাহল
কখনো খোঁজেছো?
রবিবার, ৮ মার্চ, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন