রবিবার, ৮ মার্চ, ২০০৯

গোর-খোদকের খোঁজে

গড্ডলিকা-স্রোতের শেষ ভেড়াটিও
কুজ্ঝটিকায় অদৃশ্য হলে
অন্ধকারের পরিতৃপ্ত চাদরের নীচে মুখ লুকোয় পৃথিবী

চাদঁ উঠবেনা আজ আর কিছুতেই
পরীর রাজ্যে মেঘের কায়েমী স্বৈরশাসন চলে।

রাজপ্রাসাদের ধ্বংস স্তুপের নীচে
গুমরে গুমরে ওঠে এক আর্তনাদ।

পাখীর মায়াবী-মহার্ঘ পালক
ধারালো খঞ্জর
এবং
একটি আনমনা হাত

নিজের ছায়াকেই আক্রান্ত করা

এ-ফোঁড় ও-ফোঁড় হৃৎপিন্ডের রক্তক্ষরণ থামেনা।

মর্মমূলে বেঁধানো তীক্ষধার ছুরি
অজানা গোরস্থানের পথে নিঃসঙ্গ পথিক
গোর-খোদকের খোঁজে


কখনো
নিজের সমাধি নিজেকেই খোঁজতে হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন