কেন মায়া-জ্যোৎস্নার মিথ্যে আলোতে
এমন করে কাঁদালে আমাকে?
স্বপ্ন-দৃশ্যে আস্থা ছিলনা
তাই বার বার দ্বন্ধে ভোগেছি
দাওনি জবাব মুখ ফিরিয়েছো
ভুবন ভুলানো কপটহাসিতে ।
সখ্য চেয়েছি ভালবাসা নয়
মানতে চাওনি ।
জানতে চাওনি
কি কথা আমার
কি কথা তোমার–বুকের ভেতরে
অহরহ বাজে।
পানসিতে করে সাগর পেরোবো
এমন সাহস আমার ছিলনা
আকাশের বুকে ঘুড়ি হয়ে উড়ি
এমন স্বপ্ন কখনোতো নয় ।
দূরে ছিলে ভাল
দূরইতো ভাল
কাছে আসার এই বিড়ম্বনা
তোমাকে শোভেনা
আমাকেও নয় ।
দু’চোখে আমার মাখিনি কাজল
খোঁপায় পরিনি সুগন্ধী ফুল
কুঞ্জ সাজিয়ে ডাকিনি তোমাকে
সেই ভালো তবে-
আরো দূরে যাও।
যদি বাঁচে প্রেম
হয়ে যাবে তাও
হৃদয়-কোঠরে কিংবদন্তী।
দূরে ছিলে ভাল
উত্তরমুছুনদূরইতো ভাল
কাছে আসার এই বিড়ম্বনা
তোমাকে শোভেনা
আমাকেও নয় ।