রবিবার, ৮ মার্চ, ২০০৯

ক্লাউন

সার্কাসের দড়িতে ঝুলছে একটি ক্লাউন
দড়াবাজ নয় তাই পারেনা নিপুণ
কোন কৌশলের খেলা

কোন পথে নেমে যাবে
শিখেনি যে তাও।

উপরে অনন্ত আকাশ
তবু
দু'টি পাখা নেই বলে
উড়তে পারেনা;
নীচে রুখা মাটি
ভয়-
হাত ফস্কালেই চূর্ণ-বিচূর্ণ হবে।

ঝুলছে
ঝুলেই যাচ্ছে
এভাবে ঝুলেই যাবে বুঝি
অনন্ত- অনন্তকাল ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন