শনিবার, ১২ জুলাই, ২০১৪

অন্ধকার মৃত্যুর হরিণ (Gacela of the Dark Death)

এই  আপেলগুলোর স্বপ্নে আমি ঘুমুতে চাই,
 সমাধিক্ষেত্রের কোলাহল থেকে উঠে এসে।
 ওই শিশুটির স্বপ্নে আমি ঘুমুতে চাই
  যে উত্তাল সমুদ্রে ছিন্ন করতে চেয়েছিল তার হৃদয়।


মৃতদের রক্তক্ষরণ হয়না একথাটি আর শুনতে চাইনা,
ওই যে গলিত মুখগুলো যায় জলের সন্ধানে,
 আমি শিখতে চাইনা  ঘাসের এই নির্যাতন,
দেখতে চাইনা ভোরের আগে কর্মচঞ্চল চাঁদের সর্পাকৃতি মুখ।

কিছুক্ষন ঘুমুতে চাই
কিছুক্ষণ ,এক মিনিট, এক শতাব্দী;
কিন্তু সবাইকে অবশ্যই তা জানতে হবে আমি মরে যাইনি ।
যেহেতু আমার ঠোঁটগুলোতে স্বর্ণখন্ড
যেহেতু আমি ওয়েস্ট উইংয়ের এক ক্ষুদে বন্ধু
যেহেতু আমি আমার কান্নার তীব্র ছায়া।

ভোরে আমাকে ঢেকে রেখো একটি আচ্ছাদনে
কারণ ভোর আমার দিকে ছুড়ে দেবে মুঠোভর্তি পিপীলিকা,
এবং আমার জুতোগুলো ভিজিয়ে দিও খর জলে
যেন পিছলে যেতে পারে বৃশ্চিকের চিমটিগুলো।

যেহেতু আমি আপেলগুলোর স্বপ্নে ঘুমুতে চাই
শিখতে চাই সেই আর্তনাদ যা আমাকে শুচি করে দেবে মৃত্তিকার সাথে ;
যেহেতু আমি থাকতে চাই ওই তমসাচ্ছন্ন শিশুটির সাথে
যে তার হৃদয় ছিন্ন করতে চেয়েছিল উত্তাল সমুদ্রে।


Federico García Lorca

 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন