হাতগুলো এগিয়ে আসছিল
অসংখ্য হাত। ভিন্ন ভিন্ন রংয়ের । তার সেসব হাতে ধরা প্ল্যাকার্ডগুলো ।
ভিন্ন ভিন্ন শর্তের বাণীসহ।
পা ডুবল।আস্তে আস্তে কোমর। বুক-পিঠ।নেমে যাচ্ছে সমস্ত শরীর।তলিয়ে যাচ্ছে অথই জলের ঘুর্ণির ভেতরে।
শরীরময় জলজ কাঁটালতার খোঁচা। ছিন্নভিন্ন হচ্ছে নগ্ন হাত-পা-বুক।জলের সমতলে ভেসে উঠছে গোলাপি বুদ্বুদ্। রক্তের।
কার বাড়ানো হাত ধরবে সে? আপাতঃ সাহায্যের এই শর্তগুলোর মাঝে কোনটা বেছে নেয়া যায়!
আর আশ্চর্য্য এই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তার আচমকা মনে পড়ল সেই গল্পটির কথা যা সে বারবার চেষ্টা করেছে
কাউকে বলতে । কিন্তু শুনার সময় ছিলনা কারো। সবাই এড়িয়ে গেছে ব্যস্ততার অজুহাতে।আসলে তারতো কোন বন্ধুই নেই।ছিলনা। আর অনেকেরই এমনি সব গল্পগুলো না বলাই থেকে যায় জীবনভর।বলা হয়না।একদিন চাপা পড়ে মাটির নীচে অথবা আগুনের অবশিষ্টাংশের মাঝে বিলীন হয়ে যায়।
আগ্রহী হাতগুলো তেমনি বাড়ানো আছে একটা লোভ ,একটা প্রত্যাশার ব্যাকুলতায়।প্রতিটি হাতেই একটি অথবা একাধিক শর্তের দাবী।
কোনটা? কোনটা?
রক্তের গন্ধে ছুটে আসা জলজদানব কুমীরটা টেনে নিচ্ছিল আরো গভীর জলের ভেতরে। ভয়াল মুখগহ্বরের বাইরে বের হয়ে থাকা তার বাদামী দুইটা হাত তখনও নড়ছিল শর্তের দ্বিধাগ্রস্থতার ভেতরে।
-------------------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন