সোমবার, ২১ জুলাই, ২০১৪

তিমিশিকারির হার্পুন




শেষরাতে ঝিঁঝির গুনগুন সুর থেমে গেলে
এক উত্তাল সমুদ্রের ছবি আঁকি।

সম্পূর্ণ ছবির জন্য চাই আরো গাঢ় নীল রঙ
আরো উন্মত্ত সমুদ্র দর্শন
চাই
উদগ্র মাতাল ঘোরের সন্তরণ, অশান্ত ঢেউয়ের চূড়ায়।


মাঝসমুদ্রের গভীরে নোঙ্গর ফেলেছে তিমিশিকারির জাহাজ ।
হার্পুনে বিদ্ধ নীলতিমি ;
লাল রক্তস্রোতের ধারা মিশে গেছে নীল ঢেউয়ের লহরে ।

তরঙ্গনিনাদে বাজে শিকারের উল্লাস
আরো লক্ষ্যভেদি হার্পুন
আরো
আরো----- রক্তের ধারা।

এমন তীব্র উচ্চারণের ছবি আঁকতে চাইনি।
আঁকতে চেয়েছি সবুজ উপকূল ঘেষা এক শান্ত সাগরের ছবি
যেখানে
বালুকাবেলায় ঢেউগুলো রেখে যায় ভোরের স্নিগ্ধ স্পর্শআদর  ।


তুলিটাই
টেনে নিল এক প্রবল মাঝসমুদ্রে ;
যেখানে রক্তস্রোত আর হাঙ্গরের ভয়।





----------------------------------------------------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন