শনিবার, ১২ জুলাই, ২০১৪

ভোরের আগে (Before the Dawn )




তীরন্দাজেরাও কিন্তু
প্রেমের মতো অন্ধ।


সবুজ রাতে
উষ্ণ লিলির নকশাচিহ্ন  রেখে যায়
তীক্ষ বর্শাগুলো।

চাঁদের কীলক
বিদ্ধ করে বেগুনী মেঘদল
এবং তাদের তূনীরগুলো
শিশিরপূর্ণ হয়।

হ্যাঁ,প্রেমের মতো
তীরন্দাজেরাও
অন্ধ!


Federico García Lorca

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন