শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

ল্যান্ডস্কেপ



উজ্জ্বলঅনিন্দ্য সব ল্যান্ডস্কেপ থাকে শুধু স্বপ্নের ভেতরে
তুমি জানো
তোমার দেয়ালে  পুরোটা ঝুলবে
নাকি
এক খন্ডাংশ ।


শূককীট থেকে বেরিয়েই উড়ে যাচ্ছে প্রজাপতি
গাছের বাকলে ফেলে যাচ্ছে কালো তার ছায়া
এবং
একটি খোলস।
ডানায় কোন রঙ স্থির হবে সেটা অন্য প্রশ্ন ;
আলাদা।
কিন্তু
এইযে হুট করে খুলে দিলে রোদের বোতাম
ছায়াটা কোথায় রইলো ?
ছায়ার পেছনে ছায়া
তার পেছনে------------------------------------


কাসকেটে জমিয়ে রেখেছি ধুলোছাই।





--------------------------------------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন