বুধবার, ৬ আগস্ট, ২০১৪

রংধনুর ছবি



রংধনুর গায়ে হাত রেখে
আবার জুড়ে দিচ্ছি সূর্য  বিচ্ছুরণের আলো
 এবং জলকণাগুলো।

ধনুকের ছিলা থেকে ছিটকে গিয়েছিল  যে রঙ,
ছড়িয়ে গিয়েছিল মেঘের আনাচকানাচে ;
আবার ফিরছে তারা বর্ণচ্ছটার আলোকিত উৎসবে।

মানুষ জল ভালবাসে ,ভিন্নার্থে তরল।
এই যে গ্লাসে গ্লাসে ঢালা হচ্ছে রক্তাক্ত পানীয়
এবং আইসকিউব ;
কারো কারো চুমুকের সাথে ভেসে উঠবে স্বদন্ত হাঙ্গরের ছবি
তবু
ভয় চেপে রেখে নিঃশেষে পান করে নেবে সবটুকু ফেনিল অমৃত।


মানুষ জল ভালবাসে
তবু
জলের গন্ধ চেনেনা হরিণের মতো। বৃথাই
রংধনুর প্রতিচ্ছবি খুঁজে ঝর্ণার স্রোতে।



-------------------------------------------------------------------


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন