বুধবার, ৬ আগস্ট, ২০১৪

ইউফোরিয়া



              শেষরাতে যখন চন্দনবনের পাপিয়া ডেকে ওঠে , 'পিউ কাঁহা, পিউ কাঁহা ' বোলে ;এক অদ্ভুত- অলৌকিক সৌরভে প্লাবিত হয়ে যায় এই ঘর।মনে হয় যেন হাজার বছর এই সুগন্ধটুকুরই অপেক্ষায় ছিলাম।সারা ঘর আঁতিপাঁতি করে খুঁজতে থাকি সেই মহার্ঘ্য ফুলদানিটি , যেখানে সাজিয়ে রাখা যায় এই বহুমূল্য পারফিউম ; যা প্রবাহিত হচ্ছে শরীরের রন্দ্রে রন্দ্রে যুগপৎ আগুন এবং জলের মতো।
              এক অদ্ভুত বিভঙ্গে নেচে যায় দোলনাঘরের পরী।ঠোঁটের কাছে ধরে রাখা পানপাত্রে মোহময় অমৃত।

                   মন খুব ভাল আজ ;সবুজ ঘাসের বুকে নেচে যাওয়া আরো প্রগাঢ়সবুজ ফড়িংয়ের মতো ।

একটি বহুবর্ণ প্রজাপতি উড়ে যেতে যেতে হাতের তালুতে এঁকে গেল পিতলরং শুভেচ্ছাবাণি। মন খুব ভাল।

২টি মন্তব্য:

  1. খুব ভালো হয়েছে লেখা। এতো ছোট্ট কথায় এমন অশেষ সৌন্দর্যের ইশারা দিয়েছো! তুমি অনেক বড়ো লেখক আমার চেয়ে...

    উত্তরমুছুন
  2. ভাল লাগায় খুশি হলাম।
    তবে বড় লেখক বলায় মাইন্ড করলাম।
    লেখায় এমন তুলনা অচল। তোমার লেখা অনেক ভাল।

    উত্তরমুছুন