এতোটা বিষাদ মেখে না নিলে কোনদিনও জানা হতোনা
সব বিষন্নবিষ মুছে ফেলা যায় পাখির পালকে।
কোন মাঝরাতের ভয়াল কোলাহলে ঘুম ভেঙ্গে গেলে
রাতজাগা পাখিটাকে খুঁজি ;
কান পেতে থাকি পাখসাটে।প্রিয় পাখি।
আজ আবার আকাশের মন ভার হলো খুব
তবু বৃষ্টি হলোনা ;
নিমের চিকন পাতায়, ডালে
একরাশ ঝিরিঝিরি অন্ধকার নেমে আসে।
ছাদের আলসেয় একাকি বসে থাকা কাক
'খা, খা' চিৎকারে জানিয়ে দিল
তারও প্রিয় নয় অবেলার এই বিষাদআঁধার ।
এতোটা বিষাদে ডুবে না গেলে কোনদিনও জানা হতোনা
সমুদ্রস্নানে সেরে যায় হাজার অসুখ ;
দেখা হতোনা--তরঙ্গচূড়ায় দুঃখগুলো কেমন সোনালি হয়ে ওঠে,
স্রোতে মেশা এমন বেলির সুবাস ----চেনা হতোনা।
এতোটা বিষাদ ছিল বলেই
আবার ফিরে আসা ;
প্রিয় পাখি এবং সমুদ্র---------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন