দিকচক্রবালের অন্য পারে আছে
এক শ্বেতপাথরের বাড়ি ।
পদ্মপুকুর ; শানবাঁধানো ঘাট।
প্রাচীন বটের ঝুরির মতো নেমে আসা
হাজার স্বপ্নের মালা ছুঁয়ে আছে
থই থই জলের শরীর।
স্বপ্নমহলের তালা খুলতে নেই
যেভাবে সাজানো আছে, সেভাবেই রাখতে হয়; এই ভেবে
ফিরিয়ে দিয়েছি চাবিওয়ালাকে।
কোন কাঠগড়ায় দাঁড়ায়না অভিশংসকের মিথ্যেআঙ্গুল;
যুগে যুগে অহল্যাই কেবল, পাথর হয়।
কেন্নোকেঁচোর মতো গুটানো জীবনযাপন ;
অতোটা সহজ ছিলনা
নিজেকে , হাঁসের পালকে সাজানো।
পাথরকালের আদিমজননী
কেন শেখালেনা পাথরে পাথর ঘষা অগ্নিকৌশল?
দেয়ালে একটি পালকের ছবি আঁকি রোজ ;
এই ঘর একদিন পাখি হয়ে যাবে........................
এক শ্বেতপাথরের বাড়ি ।
পদ্মপুকুর ; শানবাঁধানো ঘাট।
প্রাচীন বটের ঝুরির মতো নেমে আসা
হাজার স্বপ্নের মালা ছুঁয়ে আছে
থই থই জলের শরীর।
স্বপ্নমহলের তালা খুলতে নেই
যেভাবে সাজানো আছে, সেভাবেই রাখতে হয়; এই ভেবে
ফিরিয়ে দিয়েছি চাবিওয়ালাকে।
কোন কাঠগড়ায় দাঁড়ায়না অভিশংসকের মিথ্যেআঙ্গুল;
যুগে যুগে অহল্যাই কেবল, পাথর হয়।
কেন্নোকেঁচোর মতো গুটানো জীবনযাপন ;
অতোটা সহজ ছিলনা
নিজেকে , হাঁসের পালকে সাজানো।
পাথরকালের আদিমজননী
কেন শেখালেনা পাথরে পাথর ঘষা অগ্নিকৌশল?
দেয়ালে একটি পালকের ছবি আঁকি রোজ ;
এই ঘর একদিন পাখি হয়ে যাবে........................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন