কেন যে বারবার ফিরে আসে
কোথাও আবছা কুয়াশার মতোএকটুখানি অবসাদ লেগে আছে।
পায়ে পায়ে ব্যাথা।
ঘোরবনে কারা যেন বাজিয়েছে মাদল সারারাত ; যতিচিহ্নহীন।
মধুশিকারির পদচিহ্ন ধরে
যেতে যেতে কার যেন পথ ভুল হলো------মাঝরাতে;
ঘোরজঙ্গলে।
হাজার বছরের দীর্ঘশ্বাস জড়ো করে সমুদ্র গোঙ্গায় রাতভর ;
হাহাকারের স্পষ্ট দাগ বালুকাবেলায়।
কেউ ভুল করে ফেলে গেছে সময়ের ঘড়ি।
কেন যে ফিরে ফিরে আসে স্রোতে ভাসানো
কাগজের নৌকাগুলো ;
আমিতো তাদের পালে
লিখে দিয়েছি-----------' নিরুদ্দেশ'।
কোথাও আবছা কুয়াশার মতোএকটুখানি অবসাদ লেগে আছে।
পায়ে পায়ে ব্যাথা।
ঘোরবনে কারা যেন বাজিয়েছে মাদল সারারাত ; যতিচিহ্নহীন।
মধুশিকারির পদচিহ্ন ধরে
যেতে যেতে কার যেন পথ ভুল হলো------মাঝরাতে;
ঘোরজঙ্গলে।
হাজার বছরের দীর্ঘশ্বাস জড়ো করে সমুদ্র গোঙ্গায় রাতভর ;
হাহাকারের স্পষ্ট দাগ বালুকাবেলায়।
কেউ ভুল করে ফেলে গেছে সময়ের ঘড়ি।
কেন যে ফিরে ফিরে আসে স্রোতে ভাসানো
কাগজের নৌকাগুলো ;
আমিতো তাদের পালে
লিখে দিয়েছি-----------' নিরুদ্দেশ'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন