নির্বাসনের এই দ্বীপঘরে কোন দরজাজানালাদেয়াল নেই।
আয়না আছে।
বেলজিয়াম গ্লাসের সামনে রিপ ভ্যান উইংকল ;
দীর্ঘঘুমলজ্জায় ম্রিয়মান।
আরশির মুখোমুখি প্রতিশোধস্পৃহাতুর ক্রুর অবয়ব
স্মৃতির লেজে সুতো বাঁধা লালফড়িং উড়ে যায়
টিকটিকির লেজ খসে পড়ে ;
খেলাচ্ছলে বাল্যেই শিখেছি কিছু নিষ্ঠুরতা।
মাঝরাতে ঘামেভেজা দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলে
কান পেতে শুনি নিশাচর পাখীদের পাখসাট ;
জারুলের ডালে কালোপেঁচা, ঘুমে আধবোজা চোখ।
জোৎস্না দেখি।
সোনালী জরির আঁচল লুঠিয়ে একখন্ড আকাশ নেমে এলে
সব দ্বিধাভয় মুছে ফেলে আলোর কারাভাঁ ।
হাওয়া ভেঙ্গে দেয় জলের বিম্বে চাঁদের যে ছবি
আমি তার ভগ্নাংশ কুড়াই সারারাত। স্বপ্ন কুড়াই।
রোজনামচায় লিখে রাখি চাঁদ ও নদীর সখ্যতার কথা;
নদী বলে------------------
'গল্পগুলো জমা রেখো জোৎস্না ও সাগরের কাছে ;
কোন একদিন চকোরপতত্রে এঁকে দিও।'
রাতভর চরকাবুড়ি বোনে মেঘের পোশাক
দেখি বুননকৌশল ;কারুকাজ
মলয়া ঘ্রাণে ঘ্রাণে বলে গেলে বকুল ফোটার কথা;
বাতাসের কানে কানে বলি, ' ভালো আছি দ্বীপান্তরে
খুব ভালো আছি।'
আয়না আছে।
বেলজিয়াম গ্লাসের সামনে রিপ ভ্যান উইংকল ;
দীর্ঘঘুমলজ্জায় ম্রিয়মান।
আরশির মুখোমুখি প্রতিশোধস্পৃহাতুর ক্রুর অবয়ব
স্মৃতির লেজে সুতো বাঁধা লালফড়িং উড়ে যায়
টিকটিকির লেজ খসে পড়ে ;
খেলাচ্ছলে বাল্যেই শিখেছি কিছু নিষ্ঠুরতা।
মাঝরাতে ঘামেভেজা দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলে
কান পেতে শুনি নিশাচর পাখীদের পাখসাট ;
জারুলের ডালে কালোপেঁচা, ঘুমে আধবোজা চোখ।
জোৎস্না দেখি।
সোনালী জরির আঁচল লুঠিয়ে একখন্ড আকাশ নেমে এলে
সব দ্বিধাভয় মুছে ফেলে আলোর কারাভাঁ ।
হাওয়া ভেঙ্গে দেয় জলের বিম্বে চাঁদের যে ছবি
আমি তার ভগ্নাংশ কুড়াই সারারাত। স্বপ্ন কুড়াই।
রোজনামচায় লিখে রাখি চাঁদ ও নদীর সখ্যতার কথা;
নদী বলে------------------
'গল্পগুলো জমা রেখো জোৎস্না ও সাগরের কাছে ;
কোন একদিন চকোরপতত্রে এঁকে দিও।'
রাতভর চরকাবুড়ি বোনে মেঘের পোশাক
দেখি বুননকৌশল ;কারুকাজ
মলয়া ঘ্রাণে ঘ্রাণে বলে গেলে বকুল ফোটার কথা;
বাতাসের কানে কানে বলি, ' ভালো আছি দ্বীপান্তরে
খুব ভালো আছি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন