বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

অশ্রুত সুর






তোমার আয়না অথবা জলবিম্বে নক্ষত্রের কোলাহল ;

হাতের তালু থেকে এক নদী বিষাদ গড়াতে গড়াতে
মিশে গেছে সমুদ্রের নুনে।


রাত দ্বিপ্রহরের ঘন্টায় বেজে ওঠে নীলভায়োলীন
নীরবতার বাদামী খাম ছিঁড়ে
ইথারে ছড়িয়ে পড়ে
কালোগোলাপের তমসারণিত পাপড়িগুলো।
শব্দ ভাঙ্গছে
ভাঙ্গতে
ভাঙ্গতে
খুঁজে ফিরছে নতুন কোন বাক্যগ্রন্থি।

তার চেয়ে একটা ঝড় উঠুক প্রবল সামুদ্রিক
একখন্ড সমুদ্রই নাহয় ছিটকে উঠুক
ছড়িয়ে পড়ুক আকাশের পিঙ্গল অলিন্দে ।
তরঙ্গচূড়ার উত্তুঙ্গে কেঁপে ওঠে সশব্দ বর্ণমালা
উড়ুক্কু মাছের ঠোঁটে ঠোঁটে তারা সব
পৌঁছে যাবে মেঘের কানে কানে ; গোপন চিঠির মতো।


চাঁদের পতাকাতলে বেজে গেল --- অশ্রুত সানাই ।








--------------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন