তুমি মেঘমল্লার হতে চেয়েছিলে ;অথচ বর্ষা তোমার প্রিয় ঋতু ছিলনা ।
তোমার কড়ে আঙ্গুলে এই প্রবল সত্য বারবার ফুটে উঠেছে
আর তুমি লুকিয়ে ফেলেছো তোমার আঙ্গুল , নখরসুদ্ধ ।
তারও বহু আগে
আমি ছুঁয়ে ফেলেছি তোমার হাত
বিষনখ
এবং
আগুন।
পুড়ছে অথবা বিষিত--------------------------------------------
মেঝেতে পড়ে থাকা আপাতঃনিরীহ পোকাটাই
একদিন কিলবিলে শরীর বেয়ে ঠিক পৌঁছে যাবে
মগজের প্রগাঢ়প্রকোষ্ঠে ।
নীলব্যাথায় কাতরাতে কাতরাতে তুমি ছুঁতে চাইবে এক বিষন্ন বরফ।
একদিন তুমি ঠিকই জানবে
আকাশ এক প্রখর হাহাকারের শূন্যশব্দ ছাড়া আর কিছু নয়.....................
---------------------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন