অদ্ভূত শিসের শব্দে শ্যাম্পেনের ছিপি খুলে গেলে
আনন্দের ঘ্রাণরং বেজে ওঠে
বাতাসের পরতে পরতে ।
ক্রিস্টাল পানপাত্রে ফ্লুরোসেন্ট জ্যোৎস্না ছলকে ওঠে
মাতাল গন্ধের রেশ--------------------------------
বাজপাখির ডানায় একটা আদিগন্ত মাঠ পোড়ানোর মতো
যথেষ্ট আগুন ছিল।
তবুও একটা শীতলহাত রেখেছে ঢেকে একখন্ড হরিৎ ;
পথ জুড়ে তপ্ত ছাই
কাঁকরের ব্যাথা।
সবুজগুলো বারবার দ্বিখন্ডিত হচ্ছে
দ্বিধাগ্রস্থ রাতের অন্ধকারের মতো
চোখে কি মাখলে তবে ভিন্ন রংয়ের কাজল
সবুজকে দেখছো তীব্রনীল অথবা খয়েরি !
যে কথাগুলো কেবল উথালপাতাল ঘুরে
জলের ভেতর মাছের মতো
ঘূর্ণির মতো
সেসব অর্থহীন -----নিয়েছি মেনে।
দেয়ালতো দেয়ালই
কাঁচ
অথবা
পাথর---------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন