থাক্ ।
এই দাগ।বোতল উপচে পড়া তরল আনন্দচিহ্ন ।
বাতাসে মিলিয়ে গেলে ঘ্রাণ
তলানিতে স্মৃতিঅভিজ্ঞান ফুটে থাক
আরো কিছুটা সময় ।
ফুল টেনে নিচ্ছে প্রাণপণ গন্ধ , বাতাসের ।
মলয়ার অনুতে অনুতে ভিন্ন সুর বেজে গেলে
রঙ বদলে যায় বারবার
তা কি জানে বোকাপুষ্প?
রঙ পেন্সিল হাতে দাঁড়িয়েছি নোনাদেয়ালের পাশে।
=============================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন