বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

ছবিটা নিখুঁত হয়না




আবারো সেই হিমগন্ধের বিভীষিকা ,নিঃশ্বাস আগলে রাখা  কালো হাত।

মেঘের প্যাস্টেলে আঁকা  বহুবর্ণ ছবিগুলো উলটে পালটে দিয়ে
ছুটে যাচ্ছে উন্মাতাল এক মৃত্যুরং ঘোড়া ;
কিংকর্তব্যবিমূঢ় লাগাম-------------------------------------



সময় কখনো ইজেরের কোমরে বাঁধা ইলাস্টিক ফিতে নয় যে
চাইলেই --- দীর্ঘ অথবা হ্রস্ব হবে ।
তবু
তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে কখনো বা ভেসে যাচ্ছে সময়ের কাঁটা ।


হতাশ্বাসের বিষবাষ্পে ক্রমশ  বিবর্ণ  হচ্ছে সবুজ পত্রপুষ্পশাখা ।


হয়ত নিখুঁত  আকাশের ছবি চাইছে এক বিফল চিত্রকর।














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন