এমন নয় যে
চাঁদে হাত রাখলেই দুইহাত সোনালি হয়ে যাবে ;
বরং জ্যোৎস্নার তপ্ত আগুনে পুড়ে যেতেও পারে।
সূর্যালোকে দাঁড়ালেই স্পষ্ট হয়ে ওঠে
রাতের আঁচড়ের দাগগুলো।
যখন
হাসির আড়ালে মানুষ লুকিয়ে ফেলছে কান্নার চিহ্নগুলো ;
তখন
আমি বলছি---এটা হয়তো মৃতদের কোন শহর।
কখনো কখনো
মানুষের চোখগুলো মাছেদের মতো নিষ্প্রাণ হয়ে যায়।
যেসব চোখের দিকে তাকালেই শবদেহের কথা মনে পড়ে
কতটুকু বেঁচে আছে তারা?
একটি কালো দাঁড়কাক টেলিফোনের তারে
একবার ডেকে উঠতেই কে যেন বললো,
-----আজ কেউ আসতে পারে।
উত্তরকোণে কাক ডাকলে অতিথি আসে।
এমনধারা কাকতত্ত্বে বিশ্বাসী নই।
তবু--অপেক্ষায় থাকি-----কেউ আসুক।
আসুক।
আর উন্মত্তমৃদঙ্গের তালে জাগিয়ে তুলুক এই প্রাণহীননগরীকে।
নিস্পন্দ চোখগুলোতে একইসাথে ফিরুক
নোনাজল আর অক্ষরের কারুকাজ।
------------------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন