সব খেলায় একজন রেফারি থাকবে এমন কোন কথা নেই ;
অথবা রেফারির হুইসেল ।
জলক্রীড়ায়তো নয়ই।
যেমন-----নৌকাবাইচ।
কখনো নামিনি জলে ;
ভয় ছিল খুব।
আর এখন----------
ট্রফি শুধু জলশাসনের দক্ষবিজেতার ;
জেনেও
উড়িয়ে দিয়েছি সাদা পাল
আর এক অলৌকিক বৈঠায় রেখেছি হাত।
জানিনা জল কেটে কতদূর যেতে পারি---------
এইযে আচমকা হুট করে নদীতে নেমে যাওয়া
এওতো এক ব্যাখ্যাতীত প্রবলঘোরের খেলা
জিতি
অথবা
ডুবি
এভাবেই ভেসে যাবো যতদূর-----------------
একবার ভাটিতে না গেলে, জানা হবেনা
মাঝনদীর ঢেউয়ের সাথে উজানের দুরত্ব কতটুকু।
------------------------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন