বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

নদী

আঙ্গুল পুড়েছে।বালিকা ছুঁয়েছে স্রোতের আগুন।



নদী কি অনায়াসে ধরে রাখে আগুন প্রতিবিম্ব এবং শামুক।দীর্ণ হচ্ছে
শীর্ণ হচ্ছে
ক্রমাগত শামুকের খোলে গুটিয়ে যাচ্ছে অন্তহীন জীবন।

লহরের ছন্দে ছন্দে গভীর তলদেশ থেকে উঠে আসে রূপালি শরীরের মাছগুলো।
হায় বোকা মাছ!ধরা দিলে নিকিরির লোভী জালে
পানকৌড়ির নিষ্ঠুর ঠোঁটে?


কতবার ভাবি এইসব ক্ষুদ্র জীবনের শোকগাঁথা লিখে যাবো
লিখে যাবো---উম্মাদ স্রোতের টানে নৌকা টেনে নেওয়া প্রমত্ত-নদীর নির্মমতার কথা

কী যে রহস্য নদীর
তরঙ্গ নিজেকেই অবিরত ভাঙ্গছে ঢেউয়ের ভেতরে!


একবার পিছু ফেরো নদী
দেখো
চরের বালিতে ফেলে যাচ্ছো লাল নাকফুল চুলের রিবন

ভাসানের পদ্ম-পাপড়ি পূজোর নৈবেদ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন