বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

অনিদ্রা

রেডিয়ামে জ্বলে মধ্যরাত।         
না ঘুম । না স্বপ্ন ।

অন্ধকারের ডানায় লুকোনো পক্ষীরাজ
ঘোড়া।দেয়ালে নিকষ-আঁধার ছায়া কেঁপে কেঁপে উঠে।
কালো চাদরের নীচে জেগে থাকে ভয়।
রাত জাগা পাখী তার বিষন্ন ঠোঁটে ছুঁয়ে গেছে ঘুমের পেয়ালা।
জানালার ফ্রেমে এক খন্ড বিনিদ্র-আকাশ;
তারাগুলো পুড়ছে অনিদ্রার আগুনে রাতভর।

জেগে থাকে শিউলির বন।তীব্র-নীল সুরের বেহালা বাজে অস্ফুট-ব্যথার হাহাকারে
সারারাত নীহারের অশ্রুকণা ঝরে ঝরে পড়ে।
দূর-গাঁয়ে মাতাল মাদল বাজে।খোঁপায় কুরচির ফুল গোঁজা রমনীরা ঘুমায় সোহাগে;
স্বপ্নের ভিতরে মহুয়ার বন---মাদলের টান।

শহরে কোথাওনা কোথাও ঠিক জাগে পানশালা।
শ্যাম্পেনের বুদবুদে-উদ্দাম রকে শান্তির ঠিকানা খুঁজে ঘুমহীন মানুষেরা।


চুমুকে চুমুকে তরল-গরল।
চুমুকে চুমুকে মৃত্যুপান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন