রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

তীব্র বাজাও তবে






তুমি হুইসেল বাজাতে জানো?
নিমেষে খান খান
ভেঙ্গে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করতে পারো
স্থবির পাথরের জগদ্দল স্তব্ধতা?
একটি আকাশপাতাল জোড়া খাতা খুলে বসে আছি।
অমিয়ঘোরে নিষিক্ত নতুন শব্দ লেখা হোক কিছু
এমন ভাবতে ভাবতে
চুরি হয়ে গেলো ভৈঁরো রাগে বাঁধা বেলীর সুগন্ধ।

বাতাসের কানে কানে রেখে দেই তবে
কিছু নীরবতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন