আমাকে কখনো হারাতে দিওনা এই এই বিস্ময়
তোমার স্ট্যাচুর মতো চোখের , অথবা এই স্বরসঙ্ঘাত
তোমার নিঃশাসের স্বতন্ত্র গোলাপ
যা রাত্রে স্থাপিত হয় আমার কপোলে।
আমি তটস্থ থাকি , এই সৈকতে
এই শাখাহীন গুঁড়ি,যা আমার তীব্র অনুতাপ
পুষ্পহীনতা, শাঁস অথবা মৃত্তিকা
আমার উদ্যমহীনতার জীবানুর জন্য ।
তুমি যদি হও আমার গুপ্তধন
তুমি যদি হও আমার দুর্দশা, আমার বিষন্ন যন্ত্রণা
যদি আমি হই সারমেয়, তুমি একাকী আমার প্রভু।
কখনো হারাতে দিওনা যা পেয়েছি আমি ,
এবং সাজিয়ে দেবো তোমার নদীর শাখা
আমার বিচ্ছিন্ন শরতের পত্র-পল্লবে।
( Snnet Of The Sweet Complaint---Federico Gercia Lorca)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন