ছোট্ট ছেলেটি তার কন্ঠস্বর খুঁজছিলো।
(জোনাকীর রাজার কাছে ছিল এটা।)
একটি জলবিন্দুতে
ছোট্ট ছেলেটি খুঁজছিলো তার কন্ঠস্বর।
কথা বলার জন্য চাইনি আমি এটা
আমি তাই দিয়ে তৈরি করবো একটা বলয়
কাজেই সে হয়তো তার ছোট্ট আঙ্গুলে
পরিধান করবে আমার নীরবতা ।
একটি জলবিন্দুতে
ছোট্ট ছেলেটি খুঁজছিলো তার কন্ঠস্বর।
(এই গোপন কন্ঠস্বর , অনেক দূরে।
একটি জোনাকীর পোষাকে রাখা।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন