বুধবার, ২০ জুলাই, ২০১৬

একবার কড়া নাড়লেই



আছি
এক মায়াবী স্বপ্নের কোলাহলে।


একবার কড়া নাড়লেই
আবার খুলবে দরোজা
বেজে যাবে সুর;
ধ্রুপদী গানগুলো মনে পড়ে যাবে।

সেই বিকেল
সেই গুনগুন
রবীন্দ্রনাথ।
দৃশ্যের ভেতরে ঢুকে পড়বে
গলির সমস্ত হৈ চৈ সহ দুষ্টু বালক- বালিকা,
কর্কশ কাকগুলো ডেকে ডেকে উড়ে যাবে,
দানা খুটে খেতে ঘাসে নামবে শালিকের পাল,
দেওয়ালে জিমন্যাস্টের মতো হাঁটবে
পাশের বাড়ীর বেড়ালটা,
আচমকা ভেসে আসা বেলির সুবাস,
হর্ণ বাজানো গাড়ি,
ব্যালকনির রকিং চেয়ার।
তুমুল আলাপচারিতা।

সব।
অবিকল।

একবার কড়া নাড়লেই
আবার ছলকে ওঠবে চাঁদনি।



আবার ফিরে আসবো, সাগর

সমুদ্র এমন গোঙ্গায় কেন সারারাত
সেকি আরিথিউসার অপমানের কান্না?

প্রবল জলের ভেতর সূর্যাস্তের আকাশ
কেমন নি:শেষে ঢেলে দেয় তার সোনার থালা ;
সমুদ্রে।
নিস্তব্ধ দাঁড়িয়ে থাকি সৈকতে
সামুদ্রিক পাখি আর ঈগলের চিরায়ত প্রতিশোধ প্রতিশোধ খেলা দেখি।
সাগরেরবুকের গহনে খুঁজি আরেক আকাশ।
অস্থির ঢেউগুলো দেখতে দিলোনা।
কতোবার!
কতোবার!
ফিরে গেছি।

জলধির কী যে টান ধীবরেরা জানে। 

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

বেঁচে থাকি অন্য জগতে


স্বপ্নের ভুল?
স্বপ্নের আবার ভুল-শুদ্ধ কি?


থাক তবে এমনি অন্ধকার, লোডশেডিংয়ের এই রাত।
জ্বালবোনা মোমদানে কোন বাতি
ক্ষয়ে ক্ষয়ে মোম কেন এমন ব্যাকুল কেঁদে যাবে?
দূরে কোথাও বেজে যায়
চেনা-অচেনার দোলাচলে হু হু করা এক সুর
আমাকে খুঁজতে দাও সেটা কোন গান।
আলোর ঝলক দিয়ে দেখতে চাইনা কোন মুখ
আমি জেনে গেছি,
মানুষের মুখগুলো কেমন মুখোশ ঢাকা থাকে;
কতো ছবি আঁকতে চেয়েছি,
কখনো যায়না আঁকা মুখের গোপন রেখাগুলো।


কেন যে এতো নুন ধরে রাখে মহাজলধর!
তৃষার্ত ছিলাম তাই
সমুদ্রের নোনাজলে আঁজলা ভরেছি।


বেঁচে থাকি স্বপ্নের আবর্ত আর নিজস্ব নক্ষত্রে।
দেখি
আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে
স্বপ্ন বুনতে বুনতে উড়ে যায় লালফড়িংয়ের ঝাঁক,
পাখায় স্বপ্নের আবীর মাখা প্রজাপতি
মধু-স্বপ্নে বিভোর নিমগ্ন মৌমাছিগুলো।

পালক জমা রাখি তাদের ডানায়।




বোবা ছেলেটি------ফেদেরিকো গার্সিয়া লোরকা


ছোট্ট ছেলেটি তার কন্ঠস্বর খুঁজছিলো।
(জোনাকীর রাজার  কাছে ছিল এটা।)
একটি জলবিন্দুতে
ছোট্ট ছেলেটি খুঁজছিলো তার কন্ঠস্বর।


কথা বলার জন্য চাইনি আমি এটা
আমি তাই দিয়ে তৈরি করবো একটা বলয়
কাজেই সে হয়তো তার ছোট্ট
আঙ্গুলে
পরিধান করবে আমার নীরবতা ।

একটি জলবিন্দুতে
ছোট্ট ছেলেটি খুঁজছিলো তার কন্ঠস্বর।

(এই গোপন কন্ঠস্বর , অনেক দূরে।
একটি জোনাকীর পোষাকে রাখা।)


(The Little Mute Boy ------ Federico García Lorca)







মধুর অনুযোগের সনেট -----ফেদেরিকো গার্সিয়া লোরকা



আমাকে কখনো হারাতে দিওনা এই এই বিস্ময়
তোমার স্ট্যাচুর মতো চোখের ,  অথবা এই স্বরসঙ্ঘাত
তোমার নিঃশাসের স্বতন্ত্র গোলাপ
যা রাত্রে স্থাপিত হয় আমার কপোলে।

আমি তটস্থ থাকি , এই সৈকতে
এই শাখাহীন গুঁড়ি,যা আমার তীব্র অনুতাপ
পুষ্পহীনতা, শাঁস অথবা মৃত্তিকা
আমার উদ্যমহীনতার জীবানুর জন্য ।

তুমি যদি হও আমার গুপ্তধন
তুমি যদি  হও আমার দুর্দশা, আমার বিষন্ন যন্ত্রণা
যদি আমি হই সারমেয়, তুমি একাকী আমার প্রভু।

কখনো হারাতে দিওনা যা পেয়েছি আমি ,
এবং  সাজিয়ে দেবো তোমার নদীর শাখা
আমার বিচ্ছিন্ন শরতের পত্র-পল্লবে।


( Snnet Of The Sweet Complaint---Federico Gercia Lorca)

















শনিবার, ১৬ জুলাই, ২০১৬

যদি তুমি আমাকে ভুলে যাও ----পাবলো নেরুদা




যদি তুমি আমাকে ভুলে যাও ----পাবলো নেরুদা



আমি তোমাকে
একটি কথা জানাতে চাই

তুমি জানো তা কেমন করে :
যদি তাকিয়ে থাকি স্ফটিক চাঁদের দিকে
আমার জানালায় ধীর শরতের লালিম শাখায়,
যদি স্পর্শ করি
আগুনের পাশে
স্পর্শাতীত ছাই
অথবা জরাজীর্ণ কাঠের গুঁড়ি,
সব কিছু আমাকে তোমার কাছে নিয়ে যায়,
যেন সবই অস্তিত্বময়,
সুরভীটুকু,আলো,ধাতুগুলো,
ছোট্ট নৌকাগুলোর
পাল ছিল
আমার প্রতীক্ষারত তোমার দ্বীপগুলোর দিকে।

বেশ,এখন,
যদি একটু একটু করে থামিয়ে দাও আমাকে ভালোবাসা
আমিও অল্প অল্প করে রুদ্ধ করে দেবো তোমাকে ভালোবাসা।

যদি আকস্মিক,
তুমি আমাকে ভুলে যাও
আর খুঁজোনা আমাকে
কারণ এরমাঝেই আমি ভুলে যাবো তোমাকে।

যদি তুমি এটা দীর্ঘ এবং মাতলামো ভাবো,
বৈজয়ন্তী বায়ুপ্রবাহের ভেতরে বয়ে যায় আমার জীবন,
এবং তোমার সিদ্ধান্ত
আমাকে ছেড়ে যাওয়া সেখানে
হৃদয়ের যে তটরেখায় আমার অধিষ্ঠান,
মনে রেখো
সেটা সেই দিন
সেই প্রহর
আমি আমার বাহুদ্বয় উত্থিত করবো
এবং আমার শেকড় উঠবে অন্য ভূমির সন্ধানে।

কিন্তু
যদি প্রতিদিন,
প্রতি ঘন্টা,
তুমি অনুভব করো তুমি এগিয়ে আসছো আমার দিকে
তোমার অপ্রশম্য মধুরতা সহ,
যদি প্রতিদিন একটি পুষ্প
তোমার ওষ্ঠদ্বয়ে আরোহণ করে আমার সন্ধানে,
আহ আমার প্রেম, আহ আমার আপন,
আমার মাঝে পুন: প্রজ্বলিত হয় সে সব আগুন
আমার মাঝে কিছুই নি:শেষ হয়নি অথবা হয়নি বিস্মৃত।
আমার ভালোবাসা শুষে নেয় তোমার প্রেম, প্রিয়,
এবং যতদিন বেঁচে থাকবে তুমি তোমার বাহুডোরে থাকবে
আমাকে না ছেড়ে।
 [If You Forget Me ---Pabolo Neruda]