ডানা ঝটপটানোর শব্দ উঠলে বোঝা যায়
বুকের মাঝখান থেকে কিছু একটা উড়ে চলে গেলো।
নিশুতিরাতের ভায়োলিন বাঁধা থাকে কৃষ্ণতরঙ্গের ছড়ে
বাতাসের মীড়ে অব্যক্ত ব্যাথার কম্পন বেজে ওঠে।
যখন হাওয়ার লহর থেকে কুড়িয়ে নিই
টুকরোটুকরো সুরের নির্যাস
তীব্রব্যাথার নীলে দুটো হাত শিরশির করে ওঠে।
আমিইতো নীলকণ্ঠ!
আমিইতো সেই বেহালাবাদক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন