রবিবার, ১৯ মার্চ, ২০১৭

যাত্রা





কেন এমন ঝাপসা হয়ে আসে চোখ?
হয়তো চশমার কাঁচে কিছু জমেছে কুয়াশা।
ঠাসবুনটে র‍্যাকস্যাক ভরা জিনিসপত্র।
অসাবধানে কোথাও কিছু কী পড়ে রইলো?

যাত্রাতো নিশ্চিত ছিল। প্রস্তুতিও।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন