আমিও তো বারবার দুঃসহ লজ্জায় ম্রিয়মাণ হই
শহরের রাস্তায় মৃত্যুদূতের মতো মিশকালো ট্যাংক নেমে এলে,
রক্তের হোলিতে মাতে কালো জাদুকর ;
জ্যান্ত হয়ে ওঠে ঘিনঘিনে লালসাসিক্ত আঙ্গুলগুলো।
বাগাড়-শকুনের মচ্ছব লাগে ।
আকাশ শিউরে ওঠে
স্তম্ভিত-বিস্ময়ে ম্রিয়মাণ নক্ষত্রেরা
মেঘের আড়ালে --------
হায়েনারা বারবার ফিরে ফিরে আসে -
আজও
পিতার শোণিতস্রোতে আমাদের অমোচনীয় কলংকের ছবি ফুটে উঠে ।
আহা নরশার্দুলেরা ! পিতৃহন্তারক !
মানচিত্রে সেই অমোঘ তর্জনীর চিহ্ন লেগে আছে ;
অলঙ্ঘ্য-অবিনাশী আলেখ্য-উপাখ্যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন