মৃত্যুর পরেও কারো কারো চোখ খোলা থাকে এই সুন্দর পৃথিবীটাকে আরো অতিরিক্ত কিছুটা সময় দেখে নেবার জন্য।
ভোরের আকাশের আয়নায় চোখ রাখতেই মন ভাল হয়ে গেল।বিগত ঘুমহীন রাতের যন্ত্রণা,কালো কালো ছায়াগুলো অথবা পাঁজর বিদীর্ণ করা ছুরিকার দগদগে ক্ষতগুলোর কথা একবারও মনে পড়লনা।আমি বরং দেখি কি উন্মাতাল উল্লাসে ঘাসের উপর উড়ে বেড়ায় কমলা রঙ প্রজাপতি। কি গভীর অভিনিবেশে লাল কলাবতীর ঝাড়ে , সবুজ ঘাসের বুকে মেখে দেয় প্রেমের পরাগ।ডানায় সাদা-কালোর মিশেলে অপূর্ব ছবি এঁকে নিয়ে গাছের ডাল থেকে ডালে কখনো শ্যামল ঘাসের চাদরে নেমে আসে দু'টো দুরন্ত পাখী।চঞ্চল-বিহঙ্গ কি নাম তোমার? আমার বন্ধু হবে? প্রতিটি সকালের বারান্দায় আমি ছড়িয়ে দেবো ভালবাসার শস্যকণা।।অপার মুগ্ধতায় চেয়ে চেয়ে দেখবো দানা খুঁটে খুঁটে তোলার টুকটুকে আনন্দটুকু।
কেন যে এত দীর্ঘ হয় অনিদ্রার রাতগুলো!অভিনিবিষ্ট সতর্কতায় প্রতিটি হতাশ্বাসের হিসাব মিলাতে থাকে ।মিলাতেই থাকে।এসব চুলচেরা বিশ্লেষণের আদৌ কোন গন্তব্য নেই।সমাধান নেই।এই সব অসহ্য রাতগুলোতে প্রবল হয়ে উঠে নিজের বোধহীন-জড়ত্বের বাসনা।অহিফেনের তীব্র ঘোরের ভিতরে পালিয়ে যাবার ইচ্ছা প্রচন্ড হয়ে ওঠে।
প্রতীক্ষায় থাকি একটি প্রখর ভোর এসে তার নির্মল আলোয় আবার ভরে দেবে মৃত্যু- ছোঁয়া চোখ দু'টো।
প্রতীক্ষায় থাকি........................................................................
শুক্রবার, ২২ এপ্রিল, ২০১১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন