শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

ঘুম








ঘুমের মতো এমন নিশ্চিন্ত পালানোর আশ্রয়;
কোথাও নেই।

 

অথচ

ঘুম এবং আমার মাঝখানে
পিচ্ছিল
কন্ঠকময়

একটি দীর্ঘ পথ পড়ে থাকে।

হিপনোসের বেদির সামনে ঘুরে বেড়ায়
স্মৃতির কোলাজ আর বাঁকা ছায়াগুলো।
প্রার্থনার হাত থেমে যায়।

একটি নিটোল ঘুমের বর চেয়েছিলাম।