শুক্রবার, ২০ মে, ২০১৬

পথিক





 
লাল ভেলভেট মোড়া কাসকেটে এক খন্ড সবুজ কাঁচ ;
পান্না নয়
চকমকে নকল পাথর ।

আমিই কি জানি
মায়াবী ঘাসের গোপনে বিষমুখো চোরাকাঁটা থাকে
শিশিরের হিমে রক্তের ছিটে মিশে যায়!

অনিষ্পন্ন স্বপ্নের ভেতরে
হ্রেষা...
..হ্রেষা.....
খট.....খটা....খট ...
এক পাল বুনো ঘোড়া
দিগ্‌বলয়ে তাদের পৌঁছনো হয়না কোনদিন

হাহাকারের মতো এত নীল মেখে কোথায় ছুটেছো ও মেঘ ?
ঠিকই তো জানো
কখন তোমার পাপড়ি খসানোর  পালা !