বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

স্মৃতি-আলেখ্য

নদী কোথাও যায়না । স্থির।যা যায় তার নাম স্রোত।



আকাশে হাত রাখলেই মেঘের পর্দাগুলো খুলে খুলে যায়।
বৃষ্টি কি কামিনীগন্ধা ফুল?
মেঘমেদুর নীলে কেমন রংয়ের বিভ্রম নিয়ে ফুটে আছে ফুলের নকশাগুলো

আমি আসলে আঁকতে চেয়েছি বিহঙ্গএবং জলাধার।

হাজার বছর ধরে কেবল দুইটা শব্দ শিখেছি শুধু
সমুদ্র ও পাখি ; পেলব ডানার আদর অথবা উল্লাসমগ্ন ঢেউ।
যতোটা নিবিড় সান্নিধ্যে গেলে নৈকট্যের নিগূঢ় গল্প তৈরি হয়
ততোটা কাছে যাওয়া হয়নি সাগরের ।
আমাদের তুমুল স্মৃতির কোন আলেখ্য সোনার জলে লেখা হবেনা কোথাও।

স্বপ্নস্মৃতির গাড়ীতে যখন তখন উঠে পড়া যায় হিচহাইকারের মতো ;
এটুকুই ।